
পাবিপ্রবি বঙ্গবন্ধু হল ছাত্রলীগ সাধারণ সম্পাদকের ইফতার বিতরণ
- ২৬ এপ্রিল ২০২২, ১০:৫৪

গরীব অসহায় ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান রেইন। সোমবার (২৫ এপ্রিল) প্রায় দুই শতাধিক গরীব অসহায় ও পথশিশুদের মাঝে এ ইফতার বিতরণ করেন তিনি।
এ সময় পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু, পাবিপ্রবি শাখা ছাত্রলীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, পাবিপ্রবি শাখা ছাত্রলীগ সর্বদা সেবামূলক কর্মকাণ্ডের সাথে সংযুক্ত থাকে। এরই অংশ হিসেবে বিগত বছরগুলোর ন্যায় ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রমজান ও পবিত্র ঈদ উল ফিতরেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
মেহেদী হাসান রেইন জানান, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় অসহায়, গরীব মানুষদের পাশে থাকে। গরীব, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমরা ঈদে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। রমজান মাসে আমাদের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।