নিউমার্কেটে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ

পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ
পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যকার সংঘর্ষের জেরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত বারোটার দিকে এ পরিস্থিতি সৃষ্টি হয়। তবে কি কারণে এ ঘটনার সূত্রপাত তাৎক্ষণিক এ বিষয়ে কিছু জানা যায়নি।

এই মুহূর্তে নিউমার্কেটে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। দুপক্ষের সংঘর্ষের জেরে মিরপুর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। প্রতিবেদনটির সর্বশেষ আপডেট পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে। 

জানা যায়, এদিন রাতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সেখানে যান ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলছে। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। সংঘর্ষের কারণ এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এ বিষয় কথা বলে পরে জানাতে পারব।