ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তপু, সম্পাদক জাবেদ

সভাপতি তপু ও সম্পাদক জাবেদ
সভাপতি তপু ও সম্পাদক জাবেদ © টিডিসি ফটো

তোফায়েল আহাম্মদ তপুকে সভাপতি ও মোঃ নুর করিম জাবেদকে সাধারণ সম্পাদক করে ফেনী জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (৪ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

এর আগে ফেনী জেলা ছাত্রলীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সভাপতি ও কলেজ ছাত্র সংসদের ভিপি (সহ-সভাপতি) ছিলেন তোফায়েল আহমেদ তপু। তপুর বাড়ি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে।

আরও পড়ুন: দুই ছাত্রকে মারধর করায় ৬ ছাত্রলীগ কর্মী হল থেকে আজীবন বহিষ্কার

একই কলেজের সদস্য সাবেক কমিটির সিনিয়র সহ-সভাপতি ও কলেজ ছাত্র সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন নুর করিম জাবেদ। নবগঠিত ফেনী কলেজ ছাত্রলীগের কমিটিতে সভাপতি পদপ্রার্থী হওয়ার গুঞ্জন উঠলে সেটি নাকচ করে দেন জাবেদ।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত সভাপতি তপু দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাকে ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটি এবং ফেনী-২ আসনের সাংসদ ও ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর প্রতি কৃতজ্ঞতা জানাই। খুব শীঘ্রই আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো। জাতির পিতার আদর্শকে ধারণ করে, ছাত্রলীগের ঐতিহ্য অনুসারে, নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনায় আমরা ফেনী জেলা ছাত্রলীগকে ঢেলে সাজাবো।

এর আগে গত ২৮ মার্চ মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ফেনী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগ। বিদায়ী কমিটির সভাপতি ছিলেন এস এম সালাহ উদ্দিন ফিরোজ এবং সাধারণ সম্পাদক ছিলেন জাভেদ হায়দায় জর্জ। ২০১৫ সালে কাউন্সিলের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।