রমজানে স্কুল বন্ধ রাখার রিটের শুনানি হতে পারে বুধবার
- ২৯ মার্চ ২০২২, ১০:৩৫
পবিত্র রমজান মাসে স্কুল খোলা রাখার বিষয়ে সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি হতে পারে বুধবার (৩০ মার্চ)। আজ মঙ্গলবার (২৯ মার্চ) রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অবকাশকালীন ছুটি চলায় কোর্টের সংখ্যা কম, রিট শুনানির বেঞ্চও কম। তবে বুধবার ও বৃহস্পতিবার শুনানির জন্য বেঞ্চ বসবে।
এর আগে গত ২৭ মার্চ রমজানে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটে বিবাদী করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে।
তিনি জানান, বিচারপতি আবু তাহের মুহাম্মদ সাইফুর রহমান এটি শুনবেন। এই বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করব। সাপলিমেন্টারি তালিকা করে আবেদনটি শুনানির জন্য আদালতকে অনুরোধ করবেন বলেও জানান তিনি।
আরো পড়ুন: ২৬ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ
রিট আবেদনে তিনি বলেন, বাংলাদেশের প্রথা ও রীতি অনুয়ায়ী রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। করোনাভাইরাসের প্রকোপও যায়নি। এ কারণে রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে আবেদন করা হয়েছে।