উচ্চমাধ্যমিকের পাঠ্যবইয়ে কলসিন্দুরের নারী ফুটবলারদের গল্প

এইচএসসি
উচ্চমাধ্যমিকের ইংরেজি প্রথম পত্র

ময়মনসিংহের কলসিন্দুর গ্রাম থেকে উঠে আসা নারী ফুটবলারদের গল্প এবার জায়গা করে নিল দেশের পাঠ্যবইয়ে। নতুন শিক্ষাবর্ষের একাদশ-দ্বাদশ শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে উঠে এসেছে সানজিদা আক্তার, মারিয়া মান্দা, তোহুরা খাতুনদের জীবন যুদ্ধ ও সাফল্যের কথা।

নিজেদের ফুটবল জীবনের গল্প পাঠ্যবইয়ে জায়গা পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সানজিদা-মারিয়ারা।

সানজিদা আক্তার তার ফেসবুকে লিখেছেন, কলসিন্দুরের এলাকার মেয়ে হিসেবে আমি গর্ব অনুভব করছি। কলসিন্দুরের নারী ফুটবলারদের ইতিহাস উচ্চমাধ্যমিকের ইংরেজি পাঠ্যবইয়ে জায়গা করে নিল।

হাইস্কুলের ইংরেজি পাঠ্যবইয়ে কলসিন্দুরের নারী ফুটবলের একটি বিশেষ পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুর্ধ্ব-১৯ নারী সাফজয়ী দলের অধিনায়ক মারিয়া মান্দা ফেসবুকে লিখেছেন, এইচএসসি লেভেলের ইংরেজি প্রথম পত্র বোর্ড বইয়ের সিলেবাসে তুলে ধরা হয়েছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের ফুটবল মেয়েদের ইতিহাস। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী ও কর্তৃপক্ষকে। আমি অনেক কৃতজ্ঞ।

শুধু নারী ফুটবল দলই নয়, এবারের ইংরেজি পাঠ্যবইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামাল, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া সাতারু ব্রজেন দাস ও এভারেস্ট জয়কারী নিশাত মজুমদারের সাফল্যের গল্পও তুলে আনা হয়েছে।