চবিতে ৫০ মোটরসাইকেল জব্দ

চবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের ভেতরে জনসমাগম এড়াতে অভিযান চালিয়ে বহিরাগতদের অন্তত ৫০টি মোটরসাইকেল জব্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও কেন্দ্রীয় খেলার মাঠের আশপাশ থেকে বহিরাগতদের এ মোটরসাইকেলগুলো জব্দ করা হয়।

আরও পড়ুন: জাবিতে দশম হয়েও টাকার অভাবে ভর্তি হতে পারেনি সাইফু

চবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, দেশে করোনা আক্রান্তের হার বাড়ছে। সবার সুরক্ষার বিষয়টি মাথায় রেখে আমরা ক্যাম্পাসে সচেতনামূলক মাইকিং করেছি। এ ছাড়া আজ শহীদ মিনার ও কেন্দ্রীয় মাঠে অভিযান চালিয়ে প্রায় ৫০টি মোটরসাইকেল আটক করি আমরা। পরে ক্যাম্পাসে আর না ঢোকার মুচলেকা নিয়ে মোটরসাইকেলগুলো ছেড়ে দেওয়া হয়। করোনা সংক্রমণ বাড়ায় আমাদের এ অভিযান চলমান থাকবে।