বিশ্বের ১০০ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠান হবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী
এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বিশ্বের স্বনামধন্য ১০০টি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শের বিষয়ে সেমিনার ও কর্মশালা আয়োজন করা হবে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডি ৩২ এ জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা (বঙ্গবন্ধু ফাউন্ডেশন) বিশ্বের ১০০টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের উন্নয়ন ও বঙ্গবন্ধুর আদর্শের বিষয়ে সেমিনাদ আয়োজনের উদ্যোগ নিয়েছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আমাদের এ বিষয়ে সহযোগিতা করবে।

তিনি বলেন, বিশ্বের ৩৯টি দেশে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কমিটি রয়েছে। তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে বদ্ধ পরিকর।

আরও পড়ুন: ছাত্র লাঞ্চনার অভিযোগে জাবির দুই চাত্রী বহিষ্কার

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিশ্ব দরবারে জাতির পিতা বঙ্গবন্ধুর সারা জীবনের আদর্শ এবং সংগ্রামের কথার পাশাপাশি বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরবো৷ এছাড়া যে সকল মুক্তিযোদ্ধা বেঁচে আছে তাদের সাক্ষাৎকার গ্রহণেএ সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত বিশ্বের ৮১টি দেশে বাংলাদেশে মিশন ও অফিসে বঙ্গবন্ধু কর্ণার স্থাপনে সমর্থ হয়েছে।