পাঁচ ব্যাংকের ক্যাশ অফিসার পদের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত কাল

নিয়োগ পরীক্ষা
পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষা

আগামী ৪ ফেব্রুয়ারি সমন্বিত পাঁচ ব্যাংকের ক্যাশ অফিসার পদের নিয়োগ পরীক্ষা নিয়ে সংশয় দেখা দিয়েছে। করোনা সংক্রমণ বাড়ায় সরকার আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধের ঘোষণা দিয়েছে। ফলে নির্ধারিত সময়ে ব্যাংকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা সেবিষয়ে আগামীকাল বৈঠকে বসবে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)।

এ বিষয়ে ব্যাংকার্স সিলেকশন কমিটির মহাব্যবস্থাপক ও সদস্য সচিব মো. আজিজুল হক বলেন, আমরা আগামীকাল বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। আমরা চাই পরীক্ষা নিতে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দিনেই সাধারণত আমাদের পরীক্ষাগুলো হয়। এখন যেহেতু পরিস্থিতি ভিন্ন। আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলবো। তারা যদি পরীক্ষা নিতে আসতে চায় তাহলে নির্ধারিত সময়েই পরীক্ষা হয়ে যাবে।

আরও পড়ুন- পরীক্ষা শুরুর প্রথম মিনিটেই কেন্দ্র থেকে প্রশ্নপত্র নেন কর্মচারী

সোনালী, জনতা, রূপালী, অগ্রণী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ১ হাজার ৪৩৯টি শূণ্য পদে নিয়োগ দেয়া হবে ব্যাংকার্স সিলেকশন কমিটি। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর ৫৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত  হবে।

১৪৩৯ পদের মধ্যে সোনালী ব্যাংকে ৮৪৬টি, জনতা ব্যাংকে ১০৫টি, অগ্রণী ব্যাংকে ৪০০টি, রূপালী ব্যাংকে ৮৫টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৩টি পদ রয়েছে। এ পদে নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০১৫-এর টাকা ১৬,০০০-৩৮,০০০ হাজার টাকা অনুয়ায়ী বেতন পাবেন। ৩১ জানুয়ারি ২০২১ সালে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ পান চাকরিপ্রার্থীরা। এদিকে গতকাল ৭টি ব্যাংক ও একিটি আর্থিক প্রতিষ্ঠানের অফিসার জেনারেল পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো।