পিএসসি ডিগ্রি অর্জন করা প্রথম নারী পুলিশ কর্মকর্তা লাকী

পুুলিশ
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এডিসি রহিমা আক্তার লাকী

বাংলাদেশ পুলিশে প্রথম নারী পুলিশ কর্মকর্তা হিসেবে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে পিএসসি ডিগ্রি অর্জন করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এডিসি রহিমা আক্তার লাকী। 
 
আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারীদের পিএসসি সনদপত্র প্রদান করেন। 

ঢাকার মিরপুরে অবস্থিত ডিএসসিএসসিতে সেনা, নৌ, বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে ১৮টি দেশের ৪৭ জন বিদেশি কর্মকর্তা পিএসসি ডিগ্রি কোর্সে অংশগ্রহণ করেন। পুলিশ কর্মকর্তা রহিমা আক্তার লাকী পিএসসি ডিগ্রি কোর্সটি সফলভাবে সম্পন্ন করেন। 

রহিমা আক্তার লাকী ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। কোর্সে অংশগ্রহণের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।