৭৩৮ জনকে চাকরি দেবে বিমান বাংলাদেশ, আবেদন অনলাইনে

চাকরি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

জবনল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। প্রতিষ্ঠানটি একাধিক পদে মোট ৭৩৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৬ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ে

আরও পড়ুন: কারিগরি শিক্ষা বোর্ডে একাধিক পদে চাকরির সুযোগ

বয়স: ১৬ জানুয়ারি ২০২২ অনুসারে প্রার্থীর বয়স ৩০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।

আবেদন ফি : বিজ্ঞপ্তি অনুসারে ক শ্রেণিভুক্ত পদের আবেদন ফি ৫৬০ টাকা, খ ও গ শ্রেণিভুক্ত পদের জন্য আবেদন ফি ৩৩৬ টাকা এবং ঘ শ্রেণিভুক্ত পদের আবেদন ফি ১১২ টাকা প্রদান করা হবে।

পদের নাম ও পদসংখ্যা:

ক শ্রেণিভুক্ত পদসমূহ: সিস্টেম ইঞ্জিনিয়ার- ২১ জন, মেট্রোলজিস্ট- ৪ জন, সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ- ৫জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট সেফটি/ ফ্লাইট ডাটা মনিটরিং- ৪জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেইনি (জেনারেল)- ২৫জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগ্যাল অ্যাফেয়ার্স/কোর্ট অ্যাফেয়ার্স- ৩জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অডিট- ১জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস- ৫জন, মেডিকেল অফিসার- ৩জন, সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (প্যাসেঞ্জার সেলস/কার্গো সেলস)- ১জন।

আরও পড়ুন: ৫৮ পদে এইচএসসি পাসে বিদ্যুৎ কোম্পানিতে চাকরি

খ শ্রেণিভুক্ত পদসমূহ: এয়ারক্রাফট মেকানিক- ৩০ জন, জুনিয়র টেইলর কাম আপহোলস্টার- ৩ জন, ম্যাটারিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট- ১০জন, প্লানিং অ্যাসিস্ট্যান্ট- ৭ জন, গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট- ১০০ জন, কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট- ৩০ জন, একাউন্ট অ্যাসিস্ট্যান্ট- ১০ জন, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট- ১৪জন, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট- ২০জন, অডিট অ্যাসিস্ট্যান্ট- ৫জন, শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট- ৪জন, প্রি প্রেস অ্যাসিস্ট্যান্ট- ২ জন, জুনিয়ার এয়ারকন মেকানিক- ১জন, জুনিয়র ওয়েল্ডার জিএসই- ২জন, জুনিয়র পেইন্টার জিএসই- ২জন, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই- ২জন, জুনিয়র এমটি মেকানিক- ৯ জন।

গ শ্রেণিভুক্ত পদসমূহ: জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল)- ১৯ জন, জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল)- ১৭জন, জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল)- ১০ জন, এমটি অপারেটর (ক্যাজুয়াল)- ৪০জন।

ঘ শ্রেণিভুক্ত পদসমূহ: সিকিউরিটি গার্ড ( ক্যাজুয়াল)- ১০০ জন, কার্গো হেলপার/ ট্রাফিক হেলপার- ২০০ জন, এয়ারক্রাফট সুইপার (ক্যাজুয়াল)- ৪০ জন।

আবেদনের শেষ: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ১৬ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত। 

আবেদন প্রক্রিয়া: অনলাইনে এই লিংক থেকে আবেদন করতে পারবেন।