ভূতের ভয়ে ছাত্রী হোস্টেলে মিলাদ

উচ্চশিক্ষা
কুমিল্লা সরকারি মহিলা কলেজের ছাত্রী হোস্টেলে ভূতের আতঙ্ক।

রাত হলেই কুমিল্লায় একটি কলেজের পাশের হোস্টেলে ছাত্রীদের উপরে ভর করে ভূতের আতঙ্ক। কেননা রাত হলেই সেখানে ভেসে আসে গা শিউরে ওঠে এক ভয়ানক শব্দ। অনবরত চলতে থাকা  সেই শব্দের ভয়ে তারা জড়োসড়ো হয়ে বসে থেকে আতঙ্কের মধ্যে রাত পার করছেন। এদিকে ওই হোস্টেলের ছাত্রীরা ইতোমধ্যে কলেজের অধ্যক্ষের নিকট এমন দুরবস্থার সমাধান চেয়েছেন।

সোমবার (১০ জানুয়ারি) এই ভূত আতঙ্ক কাটাতে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ওই হোস্টেলে হুজুর ডেকে মিলাদ পড়িয়েছেন।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচন আজ

জানা যায়, হোস্টেলটির একটি পুরনো পরিত্যক্ত ভবন রয়েছে। ওই ভবনটিতে বৃষ্টি হলে পানি ঢুকে পড়ে। হালকা বাতাস এলেই সবাই আঁতকে ওঠেন। অন্যদিকে, হোস্টেলের পূর্বদিকে রয়েছে বখাটেদের আস্তানা। তারা আশপাশের এলাকায় প্রায়ই প্রকাশ্যে গাঁজা খায়। রাতেও সেখানে তারা আনাগোনা করেন। এসব কারণে হোস্টেলে অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায় বলে ধারণা করছেন ওই হোস্টেলের ছাত্রীরা।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে ভয়াবহ রূপ নেবে করোনাভাইরাস: ড. বিজন

ভূতের আতঙ্ক প্রসঙ্গে জিজ্ঞেস করলে কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল নাছের জানান, মেয়েরা ভয় পায়, তাই মিলাদ পড়িয়েছি। পরিত্যক্ত ভবন ও বখাটেদের উৎপাতের বিষয়টি সঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, এত জল গড়ানোর পরও কিছু ছাত্রীর এখনও বদ্ধমূল ধারণা, ওই হোস্টেলে ‘ভূত’ বলে আসলেই কিছু একটা আছে!