সরকারি কয়েকটি ওয়েবসাইট একসঙ্গে ডাউন

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট

শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসিসহ সরকারি কয়েকটি মন্ত্রণালয় ও সংস্থার ওয়েবসাইট একসঙ্গে অকার্যকর হয়ে পড়েছে। রয়েছে তথ্য প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটও।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরের পর সিটি করপোরেশনগুলোর ওয়েব ঠিকানায় গেলে ‘502 Bad Gateway’ ভেসে উঠতে দেখা যায়। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় (www.moedu.gov.bd), ইউজিসি (www.ugc.gov.bd/), স্বাস্থ্য অধিদপ্তরসহ (https://dghs.gov.bd/) সরকারি গুরুত্বপূর্ণ বেশকিছু ওয়েবসাইটও অকার্যকর দেখা যায়। বিভিন্ন সেবা পেতে ওয়েবসাইটে ঢুকতে না পেরে অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন।

সরকারি ওয়েবপোর্টাল দেখভালকারী এটুআইর কমিউনিকেশনস অ্যান্ড মিডিয়া আউটরিচ কনসালটেন্ট আদনান ফয়সল গণমাধ্যমকে বলেন, বেলা সাড়ে ১১টার পর থেকে কিছু ওয়েবসাইট ডাউন। বিষয়টি নিয়ে আমাদের বিশেষজ্ঞ দল কাজ হচ্ছে। এরইমধ্যে কয়েকটি সাইট খুলেছে। বাকিগুলো কিছুক্ষণের মধ্যে খুলে যাবে।

কী কারণে সমস্যাটি হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, ন্যাশনাল ডাটা সেন্টারের সার্ভারের রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে কিছু ওয়েবসাইটে ঢুকতে সমস্যা হচ্ছে।