দেড় মাসের কোর্সে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ

দেড় মাসের কোর্সে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ
ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলারস প্রোগ্রামে অংশগ্রহণকারীরা

দেড় মাসের এক্সচেঞ্জ প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ার সুযোগ দিচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট। বাংলাদেশসহ প্রোগ্রামের জন্য তালিকাভুক্ত দেশের শিক্ষার্থীরা এ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদন করা যাবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।

এ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আইইএলটিএস বা টোয়েফল স্কোর প্রয়োজন নেই। এছাড়া বিমান খরচ, আবাসন খরচ ও খাবার খরচসহ সব ধরনের খরচ কর্তৃপক্ষ বহন করবে। এ প্রোগ্রামটির নাম ‘ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলারস প্রোগ্রাম (এসইউএসআই-সুসি)’। এ প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের যেকোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে ২০২২ শিক্ষাবর্ষে স্বল্পমেয়াদি পেশাগত উন্নয়নের সুযোগ গ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষার্থীদের পাবলিক পলিসিতে দৃঢ় আগ্রহ থাকতে হবে। এছা্ড়া মিডিয়া ও সাংবাদিকতা, অর্থনীতি ও ব্যবসা, পররাষ্ট্রনীতি, কর্মশক্তি উন্নয়নসহ বিভিন্ন বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

সুযোগ-সুবিধাসমূহ:

* বিমানে আসা-যাওয়ার খরচ।
* ছয় সপ্তাহের প্রতি বেলার খাবার।
* আবাসন ব্যবস্থা।
* যুক্তরাষ্ট্রের ভিতরে সকল যাতায়াত খরচ।
* আইইএলটিএস বা টোয়েফল লাগবে না।

আবেদনের যোগ্যতা:

* পাবলিক পলিসির প্রতি আগ্রহ আছে এমন।
* ইংরেজিতে সাবলীল হতে হবে।
* যুক্তরাষ্ট্রের নাগরিক বা পার্মানেন্ট রেসিডেন্ট হলে আবেদন করা যাবে না।
* বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
* যুক্তরাষ্ট্র সম্পর্কে সীমিত জ্ঞান বা অভিজ্ঞতা থাকতে হবে।
* যুক্তরাষ্ট্রের জে-১ ভিসা পাওয়ার যোগ্যতা থাকতে হবে।
* অংশগ্রহণকারীদের অবশ্যই তাদের ডিগ্রী সম্পন্ন করে বাড়িতে ফিরে যেতে রাজি থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:

ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের লিংক থেকে আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। ফরম পেতে ক্লিক করুন এখানে। পূরণ করা আবেদনপত্র SultanaR1@state.gov এই ই–মেইল ঠিকানায় পাঠাতে হবে। বিস্তারিত জানতে পড়ুন