গণ বিশ্ববিদ্যালয়ে উম্মোচিত হলো এক খণ্ড বাংলাদেশ

উম্মোচিত
গণ বিশ্ববিদ্যালয়

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বাংলাদেশের প্রাচীন গুপ্তসাম্রাজ্য থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত উল্লেখযোগ্য ঘটনার তথ্যচিত্র সম্বলিত একখণ্ড বাংলাদেশ শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বাধীনতা গণতন্ত্র ও সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ক বিশেষ সেমিনার উপলক্ষে আয়োজিত সেমিনারে আমন্ত্রিত অতিথিরা গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিস সংলগ্ন দেয়ালে এর উদ্বোধন করেন।

অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব। আরও উপস্থিত জাতীয় কল্যাণপার্টির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, ডেইলি নিউ এজ এর সম্পাদক নুরুল কবির, জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের সভাপতি বেগম তানিয়া রব, রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. রাহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) সভাপতি মোঃ রোকনুজ্জামান মনি।