প্রথমবার বাংলা চ্যানেল পাড়ি দেবে চবি’র তিন শিক্ষার্থী

বাংলা চ্যানেল
মনোনীত তিন শিক্ষার্থী

প্রথমবারের মতো বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী। শুক্রবার (৩ ডিসেম্বর) ঢাকার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা সাঁতার কেটে ফাইনাল রাউন্ডে উঠে আসেন তারা।

আগামী ২০ ডিসেম্বর কক্সবাজারের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দেবেন তারা।

বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার জন্য মনোনীত তিন শিক্ষার্থী হলেন— স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ সেশনের সালাহ উদ্দিন, একই বিভাগের ২০১৭-১৮ সেশনের শফিউল হাসান ও পালি বিভাগের ২০১৩-১৪ সেশনের উজ্জ্বল চাকমা। তারা তিনজনই বিশ্ববিদ্যালয়ের সুইমিং ও ওয়াটারপোলো টিমের সদস্য।

এর আগে, দুই দফা বাছাই পর্বে অংশগ্রহণ করেন তারা।

এ বিষয়ে সালাহ উদ্দিন বলেন, ২০১৭ সাল থেকেই স্বপ্ন ছিল কোনো একদিন আমিও বাংলা চ্যানেল পাড়ি দিব। সে লক্ষ্যে গত একবছর টানা অনুশীলন করেছি। মনোনীত হওয়াটা আনন্দের তবে ফাইনালটাই মূল লক্ষ্য। আশা করছি সফলভাবে বাংলা চ্যানেল পাড়ি দিতে পারবো।