স্কলারশিপ নিয়ে অধ্যয়নের সুযোগ মিড সুইডেন বিশ্ববিদ্যালয়

স্কলারশিপ
সুইডেনের মিড সুইডেন বিশ্ববিদ্যালয়

স্নাতকোত্তরে ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করার সুযোগ দিচ্ছে ‍সুইডেনের মিড সুইডেন বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের যেকোনে দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী বছরের ২২ ফেব্রুয়ারী পর্যন্ত।

ভর্তির জন্য আবেদন ফি লাগবে সুইডিস মুদ্রা ৯০০ সেক যার বাংলাদেশে মুদ্রায় ৮ হাজার ৫৫০ টাকা। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান, ইনফরমেটিক্স, জীববিজ্ঞান, গনযোগাযোগ সাংবাদিকতা, পদার্থ ইঞ্জিনিয়ারং এবং ব্যবসায় প্রসাশন প্রভৃতি বিষয় থেকে পছন্দের বিষয় নিয়ে মার্স্টাস প্রোগ্রাম করার সুযোগ পাবে।

এ স্টেইট বিশ্ববিদ্যারয়টি ১৯৯৭ সালে সুইডেনের সান্ডসভল মিউনিসিপালে প্রতিষ্ঠিত হয়। এটি দেশটির পাবলিক রির্সাচ বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম একটি বিশ্ববিদ্যালয়।

সুযোগ-সুবিধাসমূহ:
১) প্রায় ২৩ লাখেরও বেশি সমপরিমাণ টাকার টিউশন ফি মওকুফ করা হবে।
২) ভর্তির পর শিক্ষার্থীদের দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ফান্ড থেকে আবসন, ভ্রমন ও
জীবনযাত্রা খরচসহ আরো অনেক আকর্ষণীয় সুবিধা।
৩) এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা পাবেন ৭০ হাজার সুইডিস ক্রোনা যা বাংলাদেশী টাকায় যার পরিমাণ ৬ লক্ষ টাকা।

আবেদনের যোগ্যতা:
১) যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলো ছাড়া বিশ্বের সকল দেশরে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ বৃত্তির জন্য।
২) এ বৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীদেরকে আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিতে হবে।
৩) আবেদনকারীকে স্নাতকে ভালো ফলাফলধারী হতে হবে।
৪) ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদান করতে হবে।

আবেদনের সময়সীমা: ​আগামী ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারী ২০২২ পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া: এই লিংক থেকে (https://www.universityadmissions.se/intl/start) স্কলাশিপের আবেদন ফরম পূরণ করা যাবে। বৃত্তিটি সর্ম্পকে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।