শীতের ছুটিতেও চলবে জবির পরীক্ষা, চলমান থাকবে ভর্তি কার্যক্রমও

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষা শীতকালীন ছুটিতেও চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। করোনার কারণে সেশনজট কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া একইসঙ্গে প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কার্যক্রমও চালু থাকবে।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পাঁচদিন শীতকালীন ছুটি চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান সেমিস্টার পরীক্ষা চালু থাকবে। এছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কার্যক্রমও চালু থাকবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও প্রশাসনিক দপ্তর খোলা থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জানা যায়, করোনা মহামারির কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত অক্টোবর মাসে জবিতে সশরীরে সব বিভাগের আটকে থাকা পরীক্ষা শুরু হয়।