
আইসিএবির ঢাকা রিজিওনাল কমিটির সদস্য হলেন কবি মুরাদ কিবরিয়া
- ০২ ডিসেম্বর ২০২১, ১৫:৩৮

কবি ও লেখক মুরাদ কিবরিয়া (গোলাম ফজলুল কবির, এফসিএ) সদ্যসমাপ্ত ইনিস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) নির্বাচনে ঢাকা আঞ্চলিক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি এবং পরবর্তীকালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি সম্পন্ন করেন।
কাব্যগ্রন্থ ‘হিমাংকের নিচে বসবাস’ এবং গল্পগ্রন্থ ‘না গল্পকার’-এর রচয়িতা মুরাদ কিবরিয়া তরুণদের কাছে বেশ জনপ্রিয় ও সমাদৃত। বর্তমানে একটি সিএ ফার্মে অংশীদার হিসেবে কর্মরত রয়েছেন।