চবিতে আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু কাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। রজতজয়ন্তী উপলক্ষে চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) প্রতিযোগিতাটির আয়োজন করতে যাচ্ছে। যেখানে অংশগ্রহণ করবে ২৫টি বিশ্ববিদ্যালয়ের ২৮টি দল।

শুক্রবার (৩ ডিসেম্বর) প্রথম পর্ব চবি ক্যাম্পাসে ও শনিবার (৪ ডিসেম্বর) দ্বিতীয় পর্ব বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

এতে অংশগ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিতর্ক সংঘ, শাহজালাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিসহ দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিতর্ক দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, গেস্ট অব অনার হিসেবে থাকবেন বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসাইন, বিপিএম (বার), পিপিএম (বার)।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১১ নভেম্বর প্রতিষ্ঠিত হয় সিইউডিএস।