প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন ডিপিই মহাপরিচালক

ডিপিই মহাপরিচালক
আলমগীর মুহম্মদ মনসুরুল আলম

শিক্ষকদের বদলি সংক্রান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের সফটওয়্যারও রেডি হয়ে গেছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে জানুয়ারি থেকে শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হবে।

শনিবার (২৭ নভেম্বর) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।

তিনি বলেন, শিক্ষক বদলি একটি রুটিন কাজ। গত দুই বছর ধরে এটি বন্ধ রয়েছে। আগামী বছর থেকে ডিজিটাল পদ্ধতিতে এ কার্যক্রম শুরু করা হতে পারে। এজন্য একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। দ্রুতই বদলির বিষয়ে সিদ্ধান্ত আসবে।