জবিতে ভর্তির আবেদনে সময় বাড়ল

জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদনের সময়সীমা বেড়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত ছিল। এখন তা ৫ দিন বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছে।

যোগ্যতা থাকা সাপেক্ষে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা অনলাইনে ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার ১০০ নম্বর এবং এসএসসি বা সমমান থেকে ১০ ও এইচএসসি বা সমমান থেকে ১০ নম্বর নিয়ে মোট ১২০ নম্বরের ভিত্তিতে ইউনিট ভিত্তিক মেধাতালিকা করা হবে।