নটরডেমের ছাত্র নিহতের জের

সড়ক অবরোধ করে সহপাঠীদের বিক্ষোভ, চালক আটক

বিক্ষোভ
নটরডেমের ছাত্র নিহতের জেরে তার সহপাঠীদের বিক্ষোভ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজধানীর গুলিস্তান মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে কলেজটি শিক্ষার্থীরা।

এ ঘটনায় অভিযুক্ত ডিএসসিসি ময়লা বহনকারী সেই গাড়ির চালক রাসেলকে (২৬) আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৪ নভেম্বর)  দুপুরে তাকে আটক করা হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে গুলিস্তানে ওই গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যু হয়।

এদিকে  বিকেল ৩টায় শিক্ষার্থীরা সড়কে অবস্থা নেয় কলেজটি শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ‘নাঈম হত্যার বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এসময় পল্টন, বায়তুল মোকাররম, মতিঝিল, গুলিস্তান এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে ছয় দফা দাবি জানিয়ে তারা অবরোধ তুলে নেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রাজধানীর সড়ক এতোটাই অনিরাপদ যে, সিটি করপোরেশনের গাড়ির চাপায় শিক্ষার্থীদের প্রাণ হারাতে হচ্ছে। তারা এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সব প্রাণীর প্রাণ নিশ্চিত করতে হবে, ট্রাফিক আইন জোরালো করা, সড়ক আইন মানতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে, গুলিস্তান মোড়ে ফুটওভার ব্রিজ বসাতে হবে, নাঈমকে চাপা দেওয়ার ঘটনায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও ক্ষতিপূরণ দিতে হবে, ব্যস্ততম মোড়েও ট্রাফিক ব্যবস্থা আরও পর্যাপ্ত করতে হবে।