একই রোল নিয়ে পরবর্তী শ্রেণিতে উঠবে প্রাথমিকের শিক্ষার্থীরা

রোল নম্বর
শিক্ষার্থী

বর্তমান শ্রেণির রোল নম্বর নিয়েই পরবর্তী শ্রেণিতে উঠবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্প্রতি শিক্ষার্থীদের মূল্যায়ন সংক্রান্ত আন্ত:মন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম জানান, চলতি বছর ঘোষণা দিয়ে কিংবা প্রশ্নপত্র ছাপিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া যাবে না। তবে শিক্ষকরা নিজ নিজ শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে তুলবেন। এক্ষেত্রে আগের রোল নম্বর নিয়েই শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণিতে উঠবে।

ডিপিই মহাপরিচালক বলেন, চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সম্মতি দিয়েছেন। বর্তমানে নিজ নিজ প্রতিষ্ঠানে মূল্যায়ন করা যেতে পারে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মূল্যায়নে যত ধরনের পদ্ধতি আছে সেগুলো অনুসরণ করে শিক্ষকরা মূল্যায়ন করতে পারবেন। কেউ যদি শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে তারা সেটি নিতে পারবেন।