বাউবির অধীনে এসএসসি পরীক্ষা শুরু ২৬ নভেম্বর

করোনা
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

শুধুমাত্র নৈর্বাচনিক বিষয়ে এ বছরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যান্য আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেওয়া হবে। মঙ্গলবার (২৩ নভেম্বর) বাউবির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, শুধু শুক্র ও শনিবার সকাল ও বিকেলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার সাতদিনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের যেসব নির্দেশনা মানতে হবে সেগুলো হলোঃ

১) পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে উপস্থিত হতে হবে;
২) পরীক্ষার সময় ১ ঘণ্টা ৩০ মিনিট;
৩) মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না;
৪) পরিচয়পত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবে না;
৫) সময়সূচির সঙ্গে প্রশ্নপত্রে উল্লিখিত সময়ের গরমিল পাওয়া গেলে প্রশ্নপত্রের সময়ই চূড়ান্ত বলে ধরা হবে।