আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা হচ্ছে রাজশাহীতে

সাক্ষাৎ
ঢাকার মিসর দূতাবাসের উপপ্রধান মরিয়ম এম রাগেই বৃহস্পতিবার রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন

মিসরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের একটি শাখা চালু হচ্ছে বাংলাদেশে। রাজশাহীর দারুস সালাম কামিল মাদ্রাসায় আল-আজহার বিশ্ববিদ্যালয়ের একটি শাখা চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) এ বিষয়ে ঢাকার মিসর দূতাবাসের উপপ্রধান মরিয়ম এম রাগেই (Mariam M. Ragaei) দারুস সালাম কামিল মাদ্রাসা পরিদর্শন করেন। পরে তিনি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সাক্ষাৎকালেমিসর দূতাবাসের উপপ্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র লিটন। পরে রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা ক্যাম্পাসে মিসরের আল-আজহারের প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়ে আলোচনা করেন তারা।

এর আগে মরিয়ম এম রাগেই মাদ্রাসাটি পরিদর্শনে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়টি এরই মধ্যে অনুমোদিত হয়েছে। বাংলাদেশে রাজশাহীর দারুস সালাম কামিল মাদ্রাসার ক্যাম্পাসে শাখাটি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এখানে আল-আজহার বিশ্ববিদ্যালয় ও দারুস সালাম কামিল মাদ্রাসার সমন্বয়ে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হবে।

এ বিষয় মেয়র লিটন বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজ, শিক্ষানগরী রাজশাহীতে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক শাখা চালুর সিদ্ধান্ত গ্রহণ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষানগরী রাজশাহীর জন্য এটি হবে অনন্য একটি সংযোজন। এ ব্যাপারে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।’