গুচ্ছ ভর্তি পরীক্ষা: বুধবারের মধ্যে মানবিকের ফল

ভর্তি পরীক্ষা
গুচ্ছ ভর্তি পরীক্ষা

২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক ঘণ্টার এই ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়েছে। এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকাশিত হবে মেধাতালিকা।

দেশের ২২টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মানবিক বিভাগ থেকে ৬৭ হাজার ১১৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। ভর্তি পরীক্ষায় ৯৪.৩৪ শতাংশ শিক্ষার্থী অংশ নিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার কোর কমিটির আহ্বায়ক এবং শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পরবর্তী কার্যক্রম শুরু করেছি। আগামী বুধবারের মধ্যে ফলাফল প্রকাশ করার চেষ্টা করব।

তিনি আরও বলেন, মানবিকের পরীক্ষায় ৯৪.৩৬ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিল। পরীক্ষায় কোনো বিঘ্ন ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে, সুন্দরভাবে পরীক্ষা হয়েছে।

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয় হল- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।