‘কুমিল্লা ইউনিভার্সিটি ট্রাভেলার্স সোসাইটি’র যাত্রা শুরু

কুবি
কুমিল্লা ইউনিভার্সিটি ট্রাভেলার্স সোসাইটি

ভ্রমণ পিপাসু শিক্ষার্থীদের নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছে 'কুমিল্লা ইউনিভার্সিটি ট্রাভেলার্স সোসাইটি'। বুধবার (২০ অক্টোবর) সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও লোক প্রশাসন বিভাগের প্রভাষক ফয়জুল ইসলাম এবং মার্কেটিং বিভাগের প্রভাষক মাহফুজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৯ সদস্য বিশিষ্ট আহ্বয়ক কমিটি গঠন করা হয়েছে।

এতে লোক প্রশাসন বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল সবুজকে আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের একই শিক্ষাবর্ষের ইমদাদুল হক রিফাদকে সদস্য সচিব করে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এছাড়াও আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মেহেদী হাসান মুরাদ, মুনিম হাসান অনিক, এনায়েত উল্লাহ, আবুবকর সিদ্দিক ফরহাদ, মঈনুদ্দীন ইরফান, মো. আজিজুল হল মুন্না ও মুহসিন জামিল।

উল্লেখ্য, এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভ্রমণ বিষয়ক সংগঠন ‘কুমিল্লা ইউনিভার্সিটি ট্রাভেলার্স সোসাইটি।’