রাসুল (স) এর আদর্শ অনুসরণ করলে সম্প্রীতি বিনষ্টের সুযোগ নেই: ঢাবি উপাচার্য

ঢাবি উপাচার্য
ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আক্তারুজ্জামান বলেছেন, রাসুল (স) এর আদর্শ অনুসরণ করলে সম্প্রীতি বিনষ্টের সুযোগ নেই।

বুধবার (২০ অক্টোবর) বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষ্যে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাবি উপাচার্য বলেন, ‘রাসুল (স) আমাদের সামনে নেই, কিন্তু তাঁর আদর্শ আমাদের কাছে আছে। রাসুল (স) এর আদর্শ অনুসরণ করলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো সুযোগ নেই। রাসুল (স) মানুষ হিসেবেই সবাইকে গণ্য করতেন।’

বিশেষ অতিথির বক্তব্যে আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো: ইউসুফ বলেন, ‘হযরত মোহাম্মাদ (স) শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। রাসুল (স) এমন সময়ে এসেছিলেন যখন উলঙ্গ হয়ে পবিত্র কাবা তাওয়াফ হত, কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত কবর দেয়া হত। আল্লাহর রাসুল (স) ঐ দুর্যোগপূর্ণ সময়ে প্রেরিত হয়ে একটি শ্রেষ্ঠ জাতি গঠন করেছেন। আমরা যদি রাসুল (স) ও তাঁর সাহাবীদের আদর্শ মানতে পারি, তাহলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। রবিউল আউয়াল আমাদের সে কথা-ই স্মরণ করিয়ে দেয়।’

তিনি আরও বলেন, আজকে ইসলামের প্রকৃত রূপ ধারণ না করার কারণেই জঙ্গিবাদের উৎপত্তি। রাসুল (স) অন্য ধর্মের মানুষদের সম্মান করতেন। আজকে রাসুল (স) এর আদর্শ আজকে অনুসরণ করা হচ্ছে না বলেই অমুসলিমদের অধিকার হরণ করা হচ্ছে।

ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক, কবি জসিম উদ্দিন হলের প্রাধ্যক্ষ ড. মো: আব্দুর রশিদ বলেন, এ মুহূর্তে রাসুল (স) এর জীবনী নিয়ে আলোচনা খুবই প্রয়োজন। রাসুল (স) আমাদের প্রতিটি কাজে আদর্শ। তাঁর অন্যতম আদর্শ ছিল অন্য ধর্মের প্রতি সদয় আচরণ। আমরা ব্যক্তির বিজয় দেখি, অথচ রাসুল (স) আদর্শের বিজয় দেখতেন।’ 

আলোচনা ও দোয়া মাহফিল পরিচালনা করেন ঢাবি কেন্দ্রীয় মসজিদের খতিব ড. ইমদাদুল হক।