ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি আবেদনের সময় বাড়ল

ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি আবেদনের সময় বাড়ল
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি আবেদনের সময় বাড়ল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আইসিটিৃ সেল বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত এ ইউনিটে আবেদন করা যাবে।

এর আগে, গত ৭ অক্টোবর থেকে ‘ডি’ ইউনিটের ভর্তির আবেদন শুরু হয়। গতকাল রবিবার (১৭ অক্টোব) পর্যন্ত আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে আরও তিনদিন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের স্বতন্ত্র ‘ডি’ ইউনিট গুচ্ছভুক্ত নয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদ না থাকায় চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে না নিয়ে পৃথকভাবে নেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।