হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপ
হার দিয়ে বিশ্বকাপ শিশন শুরু বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলার আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। তিন ম্যাচে তারা জেতে শুধু ওমানের দ্বিতীয় সারির দলের বিপক্ষে। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের জাতীয় দলের বিপক্ষে হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে রাসেল ডমিঙ্গোর শিষ্যদের।

প্রস্তুতি ম্যাচের পরাজয়ের সেই ধারা লিটন-সৌম্যরা অব্যাহত রেখেছেন বাছাইপর্বেও। বাছাইপর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ছয় রানে হারতে হয়েছে টাইগারদের।

টস জিতে বোলিং নেয় বাংলাদেশ দল। আর মেহদি হাসান ও সাকিব আল হাসানের স্পিনে বিভ্রান্ত হয়ে মাত্র ৮ রানের ব্যবধানে ৫ উইকেট হারালেরও নির্ধারিত ২০ ওভার শেষে ১৪০ রানের মাঝারি সংগ্রহ পায় স্কটল্যান্ড। জবাব দিতে নেমে মাহমুদুল্লাহ রিয়াদের দল করেছেন ১৩৪ রান।

সংক্ষিপ্ত স্কোর:

স্কটল্যান্ড:  ২০ ওভারে ১৪০/৯ (মানজি ২৯, কোয়েটজার ০, ক্রস ১১, বেরিংটন ২, ম্যাকলাউড ৫, লিস্ক ০, গ্রিভস ৪৫, ওয়াট ২২, ডেভি ৮, শরিফ ৮*, হুইল ১*; তাসকিন ৩-০-২৮-১, মুস্তাফিজ ৪-১-৩২-২, সাইফ ৪-০-৩০-১, সাকিব ৪-০-১৭-২, মেহেদি ৪-০-১৯-৩, আফিফ ১-০-১০-০)।

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৪/৬ (লিটন ৫, সৌম্য ৫, সাকিব ২০, মুশফিক ৩৮, মাহমুদউল্লাহ ২৩, আফিফ ১৮, সোহান ২, মেহেদি ১৩*, সাইফ ৫*; হুইল ৪-০-২৪-৩, ডেভি ৪-০-২৪-১, শরিফ ৩-০-২৬-০, লিস্ক ২-০-২০-০, ওয়াট ৪-০-১৯-১, গ্রিভস ৩-০-১৯-২)।

ফল: স্কটল্যান্ড ৬ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: ক্রিস গ্রেভস।