ঢাকা কলেজে সশরীরে ক্লাস শুরু ২১ অক্টোবর

ঢাকা কলেজ
ঢাকা কলেজ

আগামী ২১ অক্টোবর থেকে ঢাকা কলেজে অনার্স ও মাস্টার্স শ্রেণির সকল বিভাগের ক্লাস সশরীরে শুরু হবে। আজ রবিবার (১৭ অক্টোবর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামী ২১ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে ঢাকা কলেজের অনার্স ও মাস্টার্স শ্রেণির সকল বিভাগের ক্লাসসমূহ পুনরায় আরম্ভ হবে।

নির্দেশনা মোতাবেক অনার্স ও মাস্টার্স শ্রেণির সকল ছাত্রকে ক্লাসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হলো।

এর আগে, গতকাল শনিবার স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কলেজটির হলগুলো খুলে দেয়ার নির্দেশনা দেয়া হয়।

আগামী ২৪ অক্টোবর বিকেল চারটা থেকে বিভিন্ন হলের নিয়মিত আবাসিক ছাত্ররা স্বাস্থ্যবিধি মেনে হলের নিজ নিজ কক্ষে অবস্থান শুরু করতে পারবে। তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ ফলাফলের অনলাইন সনদ, টিকার সনদের ফটোকপি ও কলেজ আইডি কার্ডের ফটোকপি দেখাতে হবে।