ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে থইল্যান্ডে স্নাতকোত্তরের সুযোগ

ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে থইল্যান্ডে স্নাতকোত্তরের সুযোগ
হারবার স্পেস বিশ্ববিদ্যালয়

উন্নত শিক্ষাব্যবস্থা আর অন্যান্য সুযোগ-সুবিধার জন্য পর্যটন নগরী থাইল্যান্ড এখন শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয়। বাংলাদেশের দক্ষিণ-পূর্বে অবস্থিত এ দেশটি ইতিমধ্যে পর্যটক ছাড়াও জায়গা করে নিয়েছে বিদেশি শিক্ষার্থীদের মনে। তুলনামূলক কম খরচ ও বাড়তি আয়ের সুবিধার কারণে দিন দিন বাড়ছে থাইল্যান্ডমুখী বিদেশি শিক্ষার্থীর সংখ্যা। ডিজাইনিংয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য তেমনই আকর্ষণীয় একটি স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত হারবার স্পেস বিশ্ববিদ্যালয়।

এ স্কলারশিপের আওতায় স্নাতকোত্তরে অধ্যয়ন করতে কোনো টিউশন ফি লাগবে না। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২২ অক্টোবর।

এ স্কলারশিপটি প্রায় ২৩ হাজার ইউরো সমমূল্যের। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২৩ লক্ষ টাকা। এই ইন্টারেকশন ডিজাইন প্রোগ্রামটি মূলত ইউজার এক্সপেরিয়েন্স (ইউএক্স) ও ইউজার ইন্টারফেস (ইউআই) এর উপর জোর দিবে। এছাড়াও ডিজাইন ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞদের নেতৃত্বে হাতে-কলমে ডিজাইনিং শেখানো হবে।

সুবিধা:

* কোনো টিউশন ফি লাগবে না।
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
* এ স্কলারশিপটি প্রায় ২৩ হাজার ইউরো সমমূল্যের। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২৩ লক্ষ টাকা।

যোগ্যতা:

* ইংরেজিতে দক্ষতা সনদ।
* স্নাতকোত্তরের সনদ।
* ডিজাইনিংয়ে প্যাশন থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে