
১৯ শিক্ষককে শিক্ষা মন্ত্রণালয়ে তলব
- ১৫ অক্টোবর ২০২১, ১৪:৫৮

শিক্ষক-কর্মচারীদের এমপিও, নিয়োগসহর বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে ১৯ জন শিক্ষক ও প্রতিষ্ঠানকে তলব করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২১ অক্টোবর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে তাদের তলব করা হয়েছে।
সম্প্রতি মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষকদের এমপিও বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদের নিয়োগসহ যাবতীয় তথ্যাদি যাচাই করার জন্য আগামী ২১ অক্টোবর বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে যথাসময়ে কাগজপত্রসহ অংশগ্রহণ করতে আদেশক্রমে অনুরোধ করা হলো।