ছাত্র খেলাফত বাংলাদেশ

‘ছাত্রদের পড়ার টেবিলে থাকতে দিন, অন্যথায় রাজপথে নামতে বাধ্য হব’

করোনা
ছাত্র খেলাফত বাংলাদেশ

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন অবমাননার মাধ্যমে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চলছে দাবি করে ইসলামী ছাত্র খেলাফত আন্দোলনের সাবেক সিনিয়র নেতা খুরশেদ আলম বলেছেন, ‘ছাত্রদের পড়ার টেবিলে থাকতে দিন, অন্যথায় রাজপথে নামতে বাধ্য হব।’ 

বুধবার (১৩ অক্টোবর) বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী ছাত্র খেলাফত আন্দোলন আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খুরশেদ আলম বলেন, কুমিল্লায় প্রতিবাদ মিছিলে হামলা এবং গ্রেফতার করার নিন্দা জানাই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ফাঁদে পা দিতে চাই না। অবিলম্বে ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করা হউক। ছাত্র জনতাকে পড়ার টেবিলে থাকতে দিন। অন্যথায় রাজপথে নামতে আমরা বাধ্য হব।

সংগঠনটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন রাতুল বলেন, যার যার ধর্ম তারা স্বাধীনভাবে পালন করবে। কিন্তু কারও ধর্মে বাধাদান সহ্য করা হবে না, কোরআন নিয়ে ষড়যন্ত্র বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, আমরা মুসলমানরা কারো ধর্মকে কটাক্ষ করে উৎসব পালন করি না।