রাবির ‘এ’ ইউনিটে ফরিদুলের ১ম হওয়ার গল্প

রাবির এ ইউনিটে প্রথম এফএ ফরিদুল
রাবির এ ইউনিটে প্রথম এফএ ফরিদুল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তিন শিফটে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন নীলফামারি জেলার বারোআনি উপজেলার এফএ ফরিদুল। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯৪.২০ এবং রোল নম্বর ছিল ২০৫২৮।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সাফল্য নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে কথা বলেছেন ফরিদুল। তার কথাগুলো শুনেছেন জামাল হোসেন রুহানি—

দ্যা ডেইলি ক্যাম্পাস: আসলামু আলাইকুম। রাবির ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় আপনাকে অভিনন্দন।
এফএ ফরিদুল: ওয়ালাইকুমুস সালাম, ধন্যবাদ।

দ্যা ডেইলি ক্যাম্পাস: আপনার সাফল্যের বিষয়ে অনুভূতি কেমন?
এফএ ফরিদুল: অবশ্যই, আমার অনেক ভাল লেগেছে। সামনে এগিয়ে যেতে এটি আমাকে অনুপ্রাণিত করবে।

দ্যা ডেইলি ক্যাম্পাস: আপনার এ সফলতার পেছনের গল্প কি?
এফএ ফরিদুল: আমার এ সফলতার জন্য নিজের পরিশ্রম জড়িত আছে। এছাড়া আমার ভর্তি কোচিংয়ের বড় ভাইয়ারা, নীলফামারী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নুরুল কবির স্যার এবং ইংরেজির বাশার স্যারের অনুপ্রেরণা অনস্বীকার্য।

পড়ুন: রাবি ভর্তি: ৯৪.২০ পেয়ে ‘এ’ ইউনিটে সেরা ফরিদুল

দ্যা ডেইলি ক্যাম্পাস: ভর্তি প্রস্তুতিতে আপনার কৌশলটা কি ছিল?
এফএ ফরিদুল: আমি মূল বই পড়তাম। মূল বইয়ে গুরুত্ব দিয়েই ভাল ফলাফল করেছি।

দ্যা ডেইলি ক্যাম্পাস:  ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে আপনার প্রস্তুতির ধরন কেমন ছিল?
এফএ ফরিদুল: আমি ধরাবাঁধা রুটিন করে পড়াশোনা করিনি। পড়তে বসলে মনোযোগ দিয়ে পড়তাম এবং বিশ্রামের সময় বিশ্রাম নিতাম।

দ্যা ডেইলি ক্যাম্পাস: বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে কি ভাবছেন?
এফএ ফরিদুল: সামনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডি ইউনিটে’ পরীক্ষা দেব। এরপর সিদ্ধান্ত নেব।

দ্যা ডেইলি ক্যাম্পাস: সামনে যারা পরীক্ষা দেবে, তারা কিভাবে সেরা প্রস্তুতি নিতে পারে?
এফএ ফরিদুল: আমি বলব, তারা যেন মূল বইটা ভাল করে পড়ে।

দ্যা ডেইলি ক্যাম্পাস: আপনার মূল্যবান সময় আমাদের মাঝে ভাগ করে দেয়ার জন্য ধন্যবাদ।
এফএ ফরিদুল: আপনাকেও ধন্যবাদ।