পানি নিয়ে গল্প বলুন, জিতুন পুরস্কার
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
স্বাধীনতার ৫০ বছর পার করছে বাংলাদেশ। পূর্ণ হয়েছে নেদারল্যান্ডের সাথে সম্পর্কেরও ৫০ বছর। আর তাই স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে উভয় দেশের এই সূবর্ণ সন্ধিক্ষণ উদযাপনে বাংলাদেশীদের জন্য ফটো ও ভিডিও কন্টেস্টের আয়োজন করেছে নেদারল্যান্ডের বাংলাদেশ দূতাবাস।
নেদারল্যান্ডে শীর্ষ পানি গবেষণা প্রতিষ্ঠান ‘ডেল্টারেস’ এর সাথে পার্টনারশিপের মাধ্যমে এই কন্টেস্টের আয়োজন করা হয়েছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে আগ্রহীরা বাংলাদেশ ও নেদারল্যান্ডের বিভিন্ন জলরাশির ছবি বা ভিডিও জমা দিয়ে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
আয়োজকরা জানিয়েছেন, নেদারল্যান্ড এবং বাংলাদেশ উভয় দেশেরই জলের সাথে একটি গভীর সম্পর্ক রয়েছে। বাংলাদেশ এবং ডাচ জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষা, স্থিতিস্থাপকতা এবং উদ্ভাবনকে তুলে ধরার জন্য পানির চেয়ে ভাল কোন সাধারণ উপাদান হতে পারে না। তাই ৫০ বছরের বন্ধুত্বের গল্প উদযাপন করতে পানিকে সাথে নিয়ে এই ফটো ও ভিডিও প্রতিযোগিতার আয়োজন।
‘বাংলাদেশ@৫০ দ্য ওয়াটার স্টোরি’ শিরোনামে এ প্রতিযোগিতায় মোট ১৪ জনকে পুরস্কার দেওয়া হবে।
প্রতিযোগিতার থিমগুলো হবে-
* সুন্দর ভূমি ও পানি (বাংলাদেশ বা নেদারল্যান্ডস)
* অনুপ্রেরণামূলক মানুষ এবং পানি (বাংলাদেশ বা নেদারল্যান্ডস)
* সমৃদ্ধ অর্থনীতি এবং পানি (বাংলাদেশ বা নেদারল্যান্ডস)
বিজয়ী ছবি এবং ভিডিওগুলো নিয়ে ২০২২ সালে একটি বই এবং একটি প্রদর্শনীর আয়োজন করা হবে।
পুরস্কারের ধরন:
ছবির ক্ষেত্রে প্রথম পুরস্কার হিসেবে থাকবে ২৫০ ইউরো। এছাড়া আরও তিনটি থিমে ৩ জন করে যথাক্রমে ১৫০, ১০০ এবং ৫০ ইউরো করে মোট ৯ জনকে পুরস্কৃত করা হবে।
ভিডিওর ক্ষেত্রে প্রথম পুরস্কার হিসেবে ২৫০ ইউরো দেয়া হবে। এছাড়া ৩ জনকে ১০০ ইউরো করে প্রদান করা হবে।
এছাড়া বিজয়ী সবাইকে ছবির বই উপহার দেয়া হবে।
অংশগ্রহণের জন্য করণীয়:
ছবিগুলি জেপিজি, জেপিইজি, পিএনজি, টিআইআইএফ, টিআইএফ বা বিএমপি ফর্ম্যাটে হতে হবে।
ভিডিওগুলি সর্বোচ্চ ২ মিনিটের হতে পারবে। ভিডিও যদি ৫০ এমবির বেশি হয় তবে ভিডিও বা ইউটিউবের লিংক দিতে হবে।
একজন সর্বোচ্চ ১০টি ছবি বা ভিডিও দিতে পারবেন।
সম্পাদনার জন্য সাংবাদিকতার মৌলিক মূল্যবোধগুলো অনুসরণ করা হবে।
ছবি বা ভিডিওতে কোনো ধরনের কপিরাইট বা ওয়াটারমার্ক থাকতে পারবে না।
অংশগ্রহণকারীর নিজের তোলা ছবি হতে হবে।
জমাকৃত ছবিটি অন্য কোন প্রতিযোগীতায় পুরস্কৃত হয়েছে এমন হওয়া যাবে না।
কারা আবেদন করতে পারবেন:
বাংলাদেশী শিশু, যুবক, অপেশাদার, পেশাদার সবাই অংশগ্রহণ করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া:
ছবি ও ভিডিও জমা দেয়ার বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।