‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্স মুসলিমাহ’য় বাংলাদেশের প্রতিনিধি ঢাবির সুমাইয়াহ

ঢাবি
সুমাইয়াহ বিনতে আবদুস সালাম

বিশ্ববিদ্যালয় পর্যায়ে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্স মুসলিমাহ’-তে এ বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কারীয়াহ সুমাইয়াহ বিনতে আবদুস সালাম।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ভারতের মুম্বাইয়ে কুরআন তিলাওয়াতের গৌরবময় এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৬০টি দেশের অন্তত ৫০০ প্রতিযোগী অংশ নিচ্ছেন।

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) মিডিয়া উইংয়ের প্রধান হাফেজ আমান হুসাইন জানান, সুমাইয়াহ বিনতে আবদুস সালাম বিশ্বখ্যাত কারী শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী পরিচালিত বাংলাদেশ কিরাত ইনস্টিটিউট-এ কিরাতের ওপর তালিম ও বিশেষ শিক্ষা গ্রহণ করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কারীয়াহ সুমাইয়াহ যেন দেশের জন্য সুনাম-সুখ্যাতি অর্জন করতে পারেন- এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন।