বাইক পোড়ানো ব্যক্তিকে মোটরসাইকেল উপহার দিতে চান আনসারুল হক

অপরাধ
সোমবার ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের পেজে পোস্ট দিয়ে এমনটি জানান আনসারুল হক

পুলিশের সঙ্গে রাগ করে নিজের বাইক পোড়ানো ব্যক্তিকে মোটরসাইকেল উপহার দিতে চান ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের প্রতিষ্ঠাতা এবং শিক্ষক মো: আনসারুল হক। সোমবার ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের পেজে পোস্ট দিয়ে এমনটি জানান তিনি।

তিনি বলেন, ‘এক ভাই মামলা সংক্রান্ত ব্যাপারে ক্ষোভে তার একমাত্র আয়ের উৎস পাঠাও মোটরবাইকটি আগুনে পুড়িয়ে ফেলেছেন যা আদৌ ঠিক হয়নি। হয়তো রাগ কমে যাওয়ার পর এখন খুবই অনুশোচনা হচ্ছে। যাই হোক, আমার এই বাইকটি তাকে আপাতত গিফট করে দিতে চাচ্ছি। এমনও হতে পারে, এ পাঠাও চালিত মোটর বাইক থেকে যা আয় হত, তা দিয়েই সংসারের খরচ চলত। আইনি প্রক্রিয়ার বিষয়ে যাচ্ছি না, বিষয়টা আপাতত মানবিক বিষয় হিসেবে ধরে নিন।’

আনসারুল হক আরও বলেন, ‘আইন সবার জন্য সমান’ এই শ্লোগান শুধু বাক্য আর কথাই সীমাবদ্ধ না থাকুক, বাস্তবে যেন প্রমাণ হয় এই প্রত্যাশা সবার।’