কীটনাশক খেয়ে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

সিলেটে কীটনাশক খেয়ে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

সিলেটের বিশ্বনাথ উপজেলায় কীটনাশক খেয়ে নোহা (১৬) নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত নোহা উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কাবিলপুর গ্রামের আবদুল মানিকের মেয়ে এবং স্থানীয় তেলিকোনা আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে ফসলি জমির কীটনাশক পান করে নোহা। বিষয়টি জানতে পেরে স্বজনরা তাকে সিলেটের ওসমানী হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সে নোহা মারা যায়।

বিশ্বনাথ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। মৃত্যুর কারণ এখনো জানতে পারিনি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

                         আরও পড়ুন: আত্মহননের মিছিল থামছেই না, আত্মঘাতী আরও ১১ শিক্ষার্থী

করোনাভাইরাসের মহামারিতে গত ১৮ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মানসিক সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। এতে আত্মহত্যার প্রবণতা বাড়ায় এই সময়কালে দুইশ’রও বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে এক গবেষণায় উঠে এসেছে। চলতি মাসের ১০ সেপ্টেম্বর থেকে আত্মহত্যার এ মিছিলে যোগ হয়েছে আরও ১২ শিক্ষার্থী।