৪০তম বিসিএসের স্থগিত ভাইভা শুরু

বিসিএস
সরকারি কর্ম কমিশন

করোনার কারণে স্থগিত হওয়া ৪০তম বিসিএসের ভাইভা পরীক্ষা আজ রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী  সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ১ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আজ থেকে শুরু হওয়া এ মৌখিকপরীক্ষা আগামী ১১ অক্টোবর পর্যন্ত পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে সাধারণ ক্যাডারের দুই হাজার ৪৬৭ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন।

৪০তম বিসিএসে মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে প্রায় ৮০০ জন।