দাখিল অষ্টম-নবমের ক্লাসও দুই দিন

রুটিন
দাখিল অষ্টম-নবমের ক্লাসও দুই দিন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পর এবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরও শিক্ষার্থীদের জন্য নতুন রুটিন প্রকাশ করেছে। নতুন রুটিনে দাখিল নবম শ্রেণি এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে দুইদিন করে ক্লাস করানো হবে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে নতুন রুটিন কার্যকর হবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন রুটিন অনুযায়ী, শনিবার দাখিল নবম শ্রেণির, রোববার দাখিল অষ্টম শ্রেণির, সোমবার দাখিল সপ্তম শ্রেণির, মঙ্গলবার দাখিল ষষ্ঠ শ্রেণির, বুধবার দাখিল নবম শ্রেণির এবং বৃহস্পতিবার দাখিল অষ্টম শ্রেণির ক্লাস নিতে হবে।

সূচিতে আরও বলা হয়েছে, দাখিল-আলিম ও ইবতেদায়ি শাখার ৬ম শ্রেণির ক্লাস সপ্তাহে ছয়দিনই অনুষ্ঠিত হবে। এরইসাথে রোববার ইবতেদায়ি চতুর্থ শ্রেণির, সোমবার ইবতেদায়ি তৃতীয় শ্রেণির, মঙ্গলবার ইবতেদায়ি দ্বিতীয় শ্রেণির এবং বুধবার ইবতেদায়ি প্রথম শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে।