কুবির ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে অনিক-এনায়েত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
সভাপতি মুনিম হাসান অনিক ও সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদে নতুন নেতৃত্ব এসেছে। এতে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুনিম হাসান অনিককে সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী এনায়েত উল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুই সদস্যের এ আংশিক কমিটির অনুমোদন দেন সদ্য বিদায়ী সভাপতি সভাপতি এ জে রাব্বী এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম শাওন।

নতুন সভাপতি অনিক বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের এবং সাধারণ সম্পাদক এনায়েত ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বলেন, সামনের বছরগুলোতে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে যেন আরও বেশি সংখ্যক শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে ব্রাহ্মণবাড়িয়াকে আলোকিত করতে পারে সে দিকটায় আমরা গুরুত্ব দিবো।

সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা এবং গতিশীলতা নিশ্চিত করতে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।