দুই বর্ষের জন্য খুলবে ঢাবির হল, কাল চূড়ান্ত সিদ্ধান্ত

দুই বর্ষের জন্য খুলবে ঢাবির হল, কাল চূড়ান্ত সিদ্ধান্ত
দুই বর্ষের জন্য খুলবে ঢাবির হল, কাল চূড়ান্ত সিদ্ধান্ত

এক ডোজ টিকা নেওয়ার সনদ ও বৈধ কাগজপত্র দিয়ে ৫ অক্টেবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থান করতে পারবে চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। আগামীকাল বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের সভায় এ সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডার্ড কমিটির সভায় এ সুপারিশ করা হয়। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অন্তত এক ডোজ টিকা নিতে হবে, না হয় হলে প্রবেশ করা যাবে না। টিকা নেয়ার ডকুমেন্টও দেখাতে হবে। একইসাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতীয় নীতিমালার আলোকে করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অবশ্যই মেনে চলতে হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।

পড়ুন: ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরি খুলছে ২৬ সেপ্টেম্বর

অন্য বর্ষের শিক্ষার্থীদের হলে ওঠার বিষয়ে গোলাম রব্বানী জানান, চতুর্থ বর্ষ, মাস্টার্সের পরীক্ষা ও শ্রেণী কার্যক্রম শেষ হয়ে গেলে তারা হল ত্যাগ করে চলে যাবে এবং বাকি শিক্ষার্থীদের আমরা হলে তুলব।