এনআইডি বিহীন শিক্ষার্থীদের জন্মনিবন্ধনের তথ্য চেয়েছে জাবি

করোনা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) যেসব শিক্ষার্থীদের জাতীয় পরিচয় পত্র বা এনআইডি নাই তাদের জন্ম নিবন্ধন সংক্রান্ত তথ্য চেয়েছে।

গতকাল ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এ সংক্রান্ত চিঠির বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক দাপ্তরিক নির্দেনায় এ তথ্য জানানো হয়।

বিভাগের সভাপতি ও ইন্সটিটিউটের পরিচালকদের প্রতি দেয়া ওই নির্দেশনায় বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ১৩ সেপ্টেম্বরের প্রদত্ত ছক অনুযায়ী জন্ম নিবন্ধন সংক্রান্ত তথ্য আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে এডিটেবল এক্সেল ফরম্যাটে registrar@juniv.edu বরাবর পাঠানোর জন্য বলা হলো।

ইউজিসির চিঠিতে ১৮ বছর বা ১৮ বছরের বেশি যেসব শিক্ষার্থীর এনআইডি নেই তাদের তথ্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে পাঠানোর জন্য বলা হয়েছে।

ইউজিসির চিঠিতে প্রদত্ত ছক অনুযায়ী, একজন শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর, নাম, লিঙ্গ, বিশ্ববিদ্যালয়ের নাম এবং জন্ম তারিখ দিতে হবে।