এনআইডি ছাড়াই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত

করোনা টিকা
করোনা টিকা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়াই সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীরা তাদের জন্ম নিবন্ধনের সনদ দিয়েই সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে এনআইডি ছাড়াই শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যেসকল শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধন সনদ দিয়েই টিকার রেজিস্ট্রেশন করতে পারবেন।

তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিবুক্ত কলেজ, সাত কলেজ, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরাই এই সুযোগ পাবেন।