বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নটরডেম কলেজ ছাত্রের মৃত্যু
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
ঢাকার ধামরাইয়ে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বিলের পানিতে ডুবে রাফি আহমেদ নামের নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রূপনগরের বাড়িগাঁও এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি আহমেদ (১৯) সাভারের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা। সে ঢাকার নটরডেম কলেজের শিক্ষার্থী।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সোহেল রানা বলেন, শনিবার দুপুরে রূপনগর এলাকায় বেড়াতে যায় রাফিসহ পাঁচ বন্ধু। পরে বিকালের দিকে তারা বিলের পানিতে গোসল করতে নামে। হঠাৎ রাফি বিলের পানির স্রোতে ভেসে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
তিনি আরও বলেন, তখন একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ছাত্রের উদ্ধারকাজ শুরু করে। এক ঘণ্টা পর বিল থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।