সশরীরে সাত কলেজের পরীক্ষা শুরু

সাত কলেজ
সশরীরে সাত কলেজের পরীক্ষা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পরীক্ষা শুরু হয়েছে। পূর্ব গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাতটি কলেজে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সশরীরে পরীক্ষা গ্রহণ কার্যক্রম শুরু হয়।

এর আগে গত মাসের ১৮ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামালের সাথে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে সশরীরে পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার জানান, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক ও স্নাতোকোত্তর শ্রেণীর পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে আগামী ১ সেপ্টেম্বর হতে সশরীরে নেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে আজ থেকে সরাসরি পরীক্ষা গ্রহণ শুরু হচ্ছে হচ্ছে।

তিনি আরও জানান, প্রাথমিক অবস্থায় অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে পর্যায়ক্রমে স্থগিতকৃত শিক্ষার্থীদের পরীক্ষাও গ্রহণ করা হবে।