মুক্তিযুদ্ধে অবদানের জন্য শিল্প প্রতিমন্ত্রীকে স্বর্ণপদক প্রদান বিইউবিটির
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির এর পক্ষ থেকে স্বর্ণপদক প্রদান করা হয়েছে। বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান তারর হাতে এই স্বর্ণপদক প্রদান করেন ।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) প্রতি বছর বীর মুক্তিযোদ্ধাদের স্বর্ণপদক প্রদান করে আসছে ।
এর আগে গত ৩১ মার্চ অনুষ্ঠিত বিইউবিটির অনলাইন আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এই অনুষ্ঠানে উপ-উপচার্য প্রফেসর ড. মো. আলী নূর এবং বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদও উপস্থিত ছিলেন।