৪-১ সিরিজ জয় টাইগারদের

সাকিব ম্যাজিকে ৬২ রানে শেষ অস্ট্রেলিয়া

ক্রিকেট
বাংলাদেশ ক্রিকেট

পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬০ রানে হারিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এটাই দলটির সর্বনিম্ন রান। ফলে সিরিজের ব্যবধান ৪-১ জিতেছে স্বাগতিক বাংলাদেশ।

১৪ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ১২৩ রান তাড়ায় ১৩.৪ ওভারেই গুটিয়ে গেছে সফরকারীরা।

এই সংস্করণে আগের সর্বনিম্ন রান ছিল ইংল্যান্ডের বিপক্ষে, সেটি ছিল টি-টোয়েন্টির ইতিহাসের দ্বিতীয় ম্যাচ। ২০০৫ সালে সাউথ্যাম্পটনে ৭৯ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।

১২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের বোলিং জাদুতে মাত্র ৬২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ফলে ৫ম টি-টোয়েন্টিতে ৬০ রানে জয় পায় বাংলাদেশ। 

৯ রানে ৪ উইকেট নিয়েছেন সাকিব, ১২ রানে ৩টি নিয়েছেন সাইফউদ্দিন। নাসুম ২ উইকেট নিতে খরচ করেছেন ৮ রান।

সিরিজের চতুর্থ ম্যাচটি অবশ্য জিততে পারেনি স্বাগতিকরা। সে ম্যাচে একমাত্র জয়টি পায় অস্ট্রেলিয়া। ৩ উইকেটে বাংলাদেশকে হারায় তারা।

আজ সোমবার (৯ আগস্ট) সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আগে ব্যাট করে স্কোরবোর্ডে ১২২ রানে পুঁজি পায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। এই ১২৩ রানের লক্ষ্যও টপকাতে পারেনি অস্ট্রেলিয়া।