লকডাউন বাড়ল ১০ আগস্ট পর্যন্ত

বিধিনিষেধ
লকডাউন বাড়ল ১০ আগস্ট পর্যন্ত

করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় চলমান লকডাউন আগামী ১০ আগস্ট পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। ১১ আগস্ট থেকে সবকিছু স্বাভাবিক করে দেয়া হবে। এর আগে ১৮ বছরের উপরে সকলকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া হবে।

মঙ্গলবার (৩ আগস্ট) মন্ত্রিপরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় আগামী ১০ আগস্ট পর্যন্ত লকডাউন চলমান থাকবে। এরপর লকডাউন তুলে নেয়া হবে। ১১ আগস্ট থেকে সবকিছু স্বাভাবিক নিয়মে চলবে।

মন্ত্রী আরও বলেন, ১১ আগস্ট থেকে গণপরিবহন, লঞ্চ, দোকানপাট, শপিংমল সবকিছু খুলে দেয়া হবে। তবে এর আগে সবাইকে টিকা নিতে হবে। টিকা না নিয়ে কেউ দোকানপাট খুলতে পারবে না।